রাজধানীর মধ্য বাড্ডার হাজীবাড়িতে শাফিন আহমেদ (২১) নামের এক যুবক গলায়
ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের স্বজনেরা দাবি করেছেন। গতকাল
শনিবার দিবাগত রাত ১টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ
(ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা
করেন।
শাফিন মধ্য বাড্ডা হাজীবাড়ীর (নিজ বাড়ি) রেজওয়ান আহমেদের ছেলে।
নিহতের মামা মো. জাহাঙ্গীর বলেন, ‘গতরাতে পারিবারিক কলহের জেরে আমার ভাগিনা বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে রাখে। বেশ কিছু সময় পার হলে তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি বাথরুমের ভেন্টিলেটরের সাথে রশি পেঁচিয়ে ঝুলে আছে আমার ভাগিনা। পরে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাগিনা আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।