উত্তরা ৪ নম্বর সেক্টরে শুটিং বন্ধের নোটিশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার
সন্ধ্যায় নাটকের কয়েকটি সংগঠনের সাথে আলোচনা করে সেক্টর কল্যাণ সমিতি এই
সিদ্ধান্ত নিয়েছে।
সভায় উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে শুটিং হাউজ বন্ধের নোটিশ প্রত্যাহার করার সিদ্ধান্ত হয় এবং কিছু নিয়ম কানুন মেনে সকল নির্মাতাকে শুটিং করার অনুরোধ জানানো হয়। নিয়ম কানুনগুলো পরে নোটিশ এর মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।
গত ২০ জুলাই নাটক, সিনেমাসহ যাবতীয় বাণিজ্যিক শুটিং বন্ধে শুটিং হাউজ মালিকদের চিঠি দিয়েছিল উত্তরা সেক্টর-৪ কল্যাণ সমিতি।
চিঠির বিষয়টিতে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শুটিংয়ের কারণে রাস্তায় জনসমাগম, যান চলাচলে বিঘ্ন এবং বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রায় সমস্যা দেখা দিচ্ছে।
চিঠিতে হাউজের মালিকদের শুটিং হাউজ হিসেবে বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়। আবাসিক এলাকায় এ ধরনের বাণিজ্যিক কার্যক্রম নীতিমালার পরিপন্থী। সেক্টরের পরিবেশ ও সুনাম রক্ষায় হাউজের মালিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হয়েছে।
শুটিং হাউজ বন্ধের চিঠির খবরে সামাজিকমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন নাট্য নির্মাতা, অভিনেতা থেকে বিনোদনের অন্যান্য অঙ্গনের তারকারা।