অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে লিবিয়া সরকার। পূর্ব
ত্রিপোলির একটি এলাকায় অভিযান চালিয়ে অন্তত দেড় হাজার অনিবন্ধিত অভিবাসী
শ্রমিককে আটক করেছে কর্তৃপক্ষ।
শনিবার ওই অভিবাসীদের আটক করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
লিবিয়ার শ্রমমন্ত্রী আলী আল আবেদ জানিয়েছেন, এই শ্রমিকরা বিভিন্ন দেশের নাগরিক। তবে লিবিয়ায় তাদের বসবাসের অনুমতি নেই। এছাড়া তাদের কাছে বৈধ পাসপোর্ট কিংবা স্বাস্থ্যসেবা সংক্রান্ত কোনও নথিও পাওয়া যায়নি।
ইউরোপগামী অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ যাত্রাপথ লিবিয়া। প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসী লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন।