জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘অনেকে বলে আমরা নাকি নির্বাচন পেছাতে চাই। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, এই গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না। কোটা সংস্কার আন্দোলন থেকে যদি গণঅভ্যুত্থানের দিকে না নিয়ে যেতাম, সরকার পতনের দিকে না এগোতাম, তাহলে শেখ হাসিনার সরকারের অধীনে আপনাদের আরও চার বছর অপেক্ষা করতে হতো।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই আমরা নির্বাচন চাই, আমরা ভোটাধিকার চাই, আমরা মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই।’
সোমবার (২৮ জুলাই) দুপুরে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’য় অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশের রাজনীতির বিভিন্ন দলে একটি চাঁদাবাজির অর্থনীতি গড়ে উঠেছে। দুঃখজনক হলেও সত্য, এই চাঁদাবাজির অর্থনীতির সাথেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মীকে যুক্ত করা হয়েছে। কেউ কেউ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপির নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে বলেছি—চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী যে সংগ্রাম শুরু করেছি, তা আমাদের ঘর থেকেই শুরু করবো। এই কারণেই জাতীয় নাগরিক পার্টি ঘোষণার পর আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্তির আহ্বান জানিয়েছিলাম।’
এর আগে পদযাত্রাটি শহরের তমালতলা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে এসে শেষ হয়। পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান, ডা. তাসনিম জারা, নাসিরউদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।