ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজনৈতিক সংলাপ ও আলোচনার মাধ্যমে নেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি।
সোমবার (২৮ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) হেফাজতে ইসলামের আয়োজনে ‘ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের অফিস সংক্রান্ত চুক্তিকে কেন্দ্র করে করণীয় নির্ধারণ’ শীর্ষক গোলটেবিল সভায় এসব কথা বলেন তিনি।