জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি)
প্রস্তুতি জোরদার করেছে। ৩১ আগস্ট চূড়ান্ত ভোটাড় তালিকা প্রকাশ করবে ইসি।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৯ জুলাই) নির্বাচন কমিশনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন ভবনে বিকেল ৩টায় এ বৈঠকে সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
বৈঠকের শুরুতে ইসি জানায়, আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২১ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পর ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
নির্বাচন কমিশনের এই বৈঠক এবং ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রমকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী প্রস্তুতির গতি আরও ত্বরান্বিত হবে বলে ধারণা করা হচ্ছে।