আন্দোলনের সময় সাধারণ মানুষের পক্ষে সরব হয়েছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া।
গত জুলাই মাসে ছাত্রদের আন্দোলনের সময় সোচ্চার অবস্থান নেয়ার কারণে
শাসকদলের সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। তবু থেমে যাননি এই অভিনেত্রী।
নিজেকে সাধারণ নাগরিকের প্রতিনিধি বলে দাবি করে তিনি বলেন, “আমরা সাধারণ মানুষ, মাঝখানে দাঁড়িয়ে এই তামাশা শুধু চুপচাপ দেখে যাই।” শুধু রাজনীতি নয়, দেশের আন্তর্জাতিক অবস্থান ও ভ্রমণসংকট নিয়েও হতাশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। বাংলাদেশি পাসপোর্টের সীমাবদ্ধতার দিকে ইঙ্গিত করে তিনি লেখেন, “এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাবো আমরা?”
রাজনীতি নিয়ে সামাজিক মাধ্যমে মত দিলে যে প্রতিক্রিয়া আসে, তাও তুলে ধরেছেন ফারিয়া। বলেন, “এক পক্ষ বলে, ‘ডলার খেয়ে ফেলেছেন’, আরেক পক্ষ বলে, ‘আপনি তো ১৬ বছর কিছু বলেননি!’ কার কথায় বিশ্বাস রাখবো?” সবশেষে আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে ফারিয়া লেখেন, “হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।”