জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের
বিস্তারিত তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ রোববার বিকেল
সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রক্টর অধ্যাপক এ. কে. এম.
রাশিদুল আলম জাকসু নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করেন। তিনি জানান, ১১
সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ওইদিনই ফল
প্রকাশ করা হবে।
এসময় জানানো হয়, আজ রোববার খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। সেই সঙ্গে, ১৮ ও ১৯ আগষ্ট সকাল থেকে বিকেল পর্যন্ত মনোনয়নপত্র তোলা যাবে এবং ২১ থেকে ২৪ আগষ্ট পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ২৫ আগষ্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এ ছাড়া ২৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত করে ২৯ আগষ্ট চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পরপর ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচার।
১৯৭২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯২ সালে সবশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ দিন ধরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনসহ নানা কর্মসূচি পালন করে আসছিল।