প্রিন্ট এর তারিখঃ Oct 1, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 23, 2025 ইং
ডাকসুর প্রার্থিতা ফিরে পেতে ৩৪ জনের আপিল

ঢাকা
বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার
অধ্যাপক ড. জসীম উদ্দিন জানিয়েছেন, প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল
হওয়া ৩৪ জন আপিল করেছেন।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আচরণবিধি
নিয়ে কড়া নির্দেশনার কথা আবারও তুলে ধরে ডাকসুর চিফ রিটার্নিং অফিসার
বলেন, এখনও লঙ্ঘনের কোনো অভিযোগ জমা পড়েনি। আর ডাকসু নির্বাচন ঘিরে
বিশৃঙ্খলা সৃষ্টি করলে মাঠ ছেড়ে দেয়ার ঘোষণা দিয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক
ড. নিয়াজ আহমদ খান বলেন, সুষ্ঠু ভোট আয়োজনে বাধা এলে সবকিছু প্রকাশ করে
দেয়া হবে।
এদিন
দুপুরে অমর একুশে হলে কুশল বিনিময় করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়
ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে ভিপি
(সহসভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম খান। সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ
জানালেও বট আইডি দিয়ে প্রোপাগাণ্ডার কারণে মব তৈরির শঙ্কার কথা জানান।
এদিকে
প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ। তবে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস
দেয়ায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে সদস্য প্রার্থী জয়েন
উদ্দিন সরকার তন্ময়কে বাদ দিয়েছে ছাত্রশিবির।
এদিন
নির্বাচনে প্রার্থিতা স্থগিতের বিরুদ্ধে শেষ হলো আপিল। দুই দিনে জমা
পড়েছে অন্তত ৩৪টি আবেদন। রোববার (২৫ আগস্ট) যাচাই বাছাই শেষে পরদিন
চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর
আগে প্রাথমিক তালিকা অনুযায়ী এবার ডাকসু নির্বাচনে ভিপি পদে ৪৮, জিএস পদে
১৯ ও এজিএস পদে ২৮ প্রার্থী বৈধ হয়েছেন। ভোট হবে ৯ সেপ্টেম্বর।
ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫
নির্বাচন:
৯ সেপ্টেম্বর: মনোনয়ন সংগ্রহের শেষ তারিখ: ১৯ আগস্ট; মনোনয়ন জমা দেয়ার শেষ
তারিখ: ২০ আগস্ট; মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক
তালিকা প্রকাশ: ২১ আগস্ট; মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়: ২৪ আগস্ট দুপুর
১২টা; চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ২৫ আগস্ট বিকেল ৪টা; ডাকসুর পদ:
২৮টি (৬৫৮টি মনোনয়নপত্র বিক্রি হয়); হল সংসদ নির্বাচন: ১৮টি হলের জন্য
মনোনয়ন বিক্রি ১৪২৭টি।
ডাকসু নির্বাচনে লড়বে ৮ প্যানেল:
ছাত্রদলের
প্যানেল/ (পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা); গণতান্ত্রিক ছাত্র সংসদের
‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’; ছাত্রশিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’/
(পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা); উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র ঐক্যজোট’;
বামপন্থি শিক্ষার্থীদের ‘প্রতিরোধ পর্ষদ’ /(পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা);
ছাত্র অধিকার পরিষদের ‘ডাকসু ফর চেঞ্জ’/ (পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা);
ইসালামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ এবং সাবেক সমন্বয়ক মাহিন
সরকারের স্বতন্ত্র প্যানেল ‘ডিইউ ফার্স্ট’; বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল সমর্থিত প্যানেল
‘অপরাজেয় ৭১-অদম্য ২৪ পরিষদ’।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জার্নাল বাংলাদেশ