ফরিদপুরের মধুখালীতে র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পাকিস্তানে তৈরি একটি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।
বিজ্ঞপ্তিতে
জানানো হয়, শনিবার ভোরে জেলার মধুখালী উপজেলার দেনমোহরপুর গ্রামে যৌথ
অভিযান চালানো হয়। এ সময় ইব্রাহিম খান নামে এক ব্যক্তির বাগানে তল্লাশি
চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় পাকিস্তানের তৈরি একটি রিভলবার ও চার রাউন্ড
তাজা গুলি উদ্ধার করা হয়।
তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বলা হয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।