নবাগত চিত্রনায়িকা রাজ রিপা। গ্ল্যামার, হাসি আর মোহনীয় লুকে ইতিমধ্যেই দর্শকের কাছে বেশ জনপ্রিয় তিনি। কারণে-অকারণে মাঝেমধ্যে আলোচনাতেও এসেছেন। এবার বেশকিছু বিস্ফোরক অভিযোগ আর অভিমান সামনে আনলেন তিনি। এমনকি নিজের হতাশার কথা প্রকাশ করে মিডিয়া ছেড়ে দিবেন বলেও জানান।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যমে এক পোস্টে নানা ঘটনায় মিডিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। সম্প্রতি তাঁর অভিনীত সিনেমা ‘ময়না’ মুক্তি পেয়েছে। তবে ‘মুক্তি’ শিরোনামের অন্য একটি সিনেমা ঘিরে পরিচালক ইফতেখার চৌধুরীর ওপর ক্ষোভ ঝাড়লেন তিনি।
সেই পোস্টে রিপা বলেন, ‘খুব দ্রুত সবাইকে ছেড়ে চলে যাব, এই ইন্ডাস্ট্রি আমার মতো বোকা মানুষের জন্য না। একা একা ৭ বছরের পথ পাড়ি দিয়েছি। ভালো-মন্দ সবকিছু দেখেই সিদ্ধান্ত নিলাম। আলহামদুলিল্লাহ, কারও সাথে না বেঈমানি করেছি, না কাউকে ঠকিয়েছি, শুধু ঠকেই গেলাম। কারও কাছে এক টাকা দেনা নাই, কিন্তু পাওনাদার হিসেবে পরিচালক ইফতেখার চৌধুরীর কাছে কিছু হিসাব বাকি আছে। হয়তো তিনি আমার ঋণ শোধ করবেন, আর নয়তো গায়ের জোরে নিজেকে সরিয়ে নিবেন।’
তারপর ইফতেখার চৌধুরী পরিচালিত মুক্তি সিনেমা ঘিরে যে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন, সেই বাস্তবতা তুলে ধরে এই নায়িকা লেখেন, ‘‘চারটা বছর ধরে আমার পরিশ্রমের প্রজেক্ট এই ‘মুক্তি’ সিনেমা নিয়ে মানসিক যে যন্ত্রণা পেয়েছি, টাকা ও সময়ের জন্য। আমার জায়গায় অন্য মেয়ে হলে সুইসাইড ছাড়া কিচ্ছু ভাবতো না। বারবার ডিপ্রেশনে (হতাশা) পড়েও একা একা উঠে দাঁড়িয়েছি। মনের জোরে আর কত অপেক্ষা করব, আর কত ধৈর্য্য ধরতে হবে আমার। আর এখন ‘মুক্তি’ সিনেমার বাকি কাজ শেষ করার জন্য, সিনেমার স্পন্সরের জন্য মেন্টালি প্রেসার (মানসিক চাপ) নিতে পারছি না। একটা সিনেমার স্পন্সর আনার দায়িত্ব পরিচালকের, আমার বা আর্টিস্টের না। তবুও চেষ্টা করে ব্যর্থ হয়েছি।’’
যোগ করে বলেন, ‘‘আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে শুধু নিজের আখের গুছিয়ে গেলেন, আমার জন্য কিছুই করলেন না। তবুও কী করতে পারলেন তিনি (ইফতেখার চৌধুরী)? ৮ বছরে ‘মুক্তি’ ছাড়া কোনো সিনেমা নেই। তাঁর শেষ কাজ একটা বিউটি প্রোডাক্টের ইভেন্ট করা, সেটাও আমার এনে দেওয়া। দুঃখ শুধু একটাই, তাঁর খারাপ সময় পাশে এসে দাঁড়িয়েছিলাম, আর তিনি আমার সুন্দর সময়গুলোর ১২টা বাজিয়ে দিলন। শুধু তাঁর অসুস্থতার বাহানায় আটকে আছে সব। সাথে আমিও অসুস্থ হয়ে পড়ছি মেন্টালি (মানসিকভাবে)।’’
অভিমানের সুরে এই অভিনেত্রী আরও বলেন, ‘ভাগ্যিস নিজে নিজে কিছু কাজ করে মনের শখগুলো পূরণ করেছিলাম। তবুও আজকের পর থেকে আর না। এই শহর ছেড়ে সত্যিই চলে যাব। এই শহরের পরিচিত মানুষগুলোকেও আর চিনতে চাই না। সত্যিই এই ইন্ডাস্ট্রি আমার জন্য না।’
মুক্তি সিনেমার মাধ্যমে নিজের অভিনয় প্রতিভা প্রমাণ করতে চেয়েছিলেন জানিয়ে রিপা বলেন, ‘‘সবাই বলেন, কেন আমার তেমন কোনো কাজ নেই? আসলে আমি এই ‘মুক্তি’ সিনেমার অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। যার কারণে ৪টা বছর আমি অপেক্ষায় ছিলাম আমার সিনেমাটা মুক্তির।’’
সবশেষে তিনি বলেন, ‘যাইহোক, আমার অনেক রাগ। আর এর জন্য যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি মাফ করে দিয়েন। নিজের সাথে নিজের স্বপ্নকে মাটি চাপা দিলাম। আমার মতো এমন অসংখ্য স্বপ্নবাজরা এভাবেই হেরে যায় বেঈমানের কাছে।’
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছে রাজ রিপা অভিনীত সিনেমা ময়না। পরিচালক মনজুরুল ইসলাম মেঘের এই সিনেমায় একটি মেয়ের জীবন সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। যেখানে রিপার বিপরীতে অভিনয় করেছেন আমান রেজা, কায়েস আরজু, আফফান মিতুল ও আরেফিন জিলানী।