প্রিন্ট এর তারিখঃ Oct 2, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 6, 2025 ইং
কাউনিয়ায় স্বামীর বাড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার!
রিয়াজুল
হক সাগর, রংপুর: কাউনিয়ায় বিয়ের ছয় মাসের মাথায় স্বামীর বাড়িতে আয়েশা পারভীন সুখি (১৯)
নামের এক গৃহবধূ'র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
থানা সূত্রে জানাগেছে শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বালাপাড়া
ইউনিয়নের নিজপাড়া গ্রামের বাসিন্দা মোঃ জুয়েল মিয়ার স্ত্রী আয়েশা পারভীন
সুখি(১৯)নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। পরে পরিবারের লোকজন বিশেষ কাজে ঘরে প্রবেশ করে
দেখেন ওড়না পেচিয়ে ফাঁস লাগানো গৃহবধূর লাশ ধর্ণার সাথে ঝুলছে। পরে পুলিশ
কে খবর দিলে পুলিশ এসে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
তবে সে আত্মহত্যা করেছে, না কী তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে এ নিয়ে
এলাকায় জল্পনা কল্পনা শুরু হয়েছে। ঘটনার পরে ওই গৃহবধূ'র আত্মীয় স্বজন
উত্তেজিত হয়ে জুয়েল এর বাড়িতে হামলা চালায় বলে জানাগেছে। মাত্র ছয় মাস আগে হারাগাছ ইউনিয়নের বাসিন্দা আবুল হোসেনের কন্যা আয়েশা
পারভীন সুখি (১৯) এর সাথে কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামের নজরুল ইসলামের
পুত্র জুয়েল মিয়ার বিয়ে হয় এবং বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলোহ
বিবাদ চলে আসছিল।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ গৃহবধূর ঝুলন্ত লাশ
উদ্ধারের বিষয় টি নিশ্চিত করে বলেন লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল
কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সুরতহাল রির্পোট পাওয়ার পর বুঝা
যাবে মৃত্যুর প্রকৃত কারণ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জার্নাল বাংলাদেশ