প্রিন্ট এর তারিখঃ Oct 1, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 29, 2025 ইং
আশুলিয়ার মাদক সম্রাজ্ঞী পারভীন গাঁজাসহ গ্রেপ্তার
সাভার: আশুলিয়ায় অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী পারভীন আক্তার (৪৭) কে গ্রেপ্তার
করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। এ সময়
তার হেফাজত থেকে ১কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা
উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এর আগে রবিবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বগাবাড়ি আমবাগান এলাকা থেকে
তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সে, আশুলিয়া থানার বগাবাড়ি আমবাগান এলাকার মৃত আলাল মিয়ার
মেয়ে।
ডিবি পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে
পারি আশুলিয়ার বগাবাড়ি আমবাগান কবরস্থান এলাকায় কতিপয় মাদক কারবারি
মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে
অভিযান পরিচালনা করে গাঁজাসহ পারভীন আক্তার নামের এক নারী মাদক কারবারিকে
আটক করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর পিসিপিআর পর্যালোচনা করে দেখা
যায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় অন্তত ৪টি মাদকের মামলা রয়েছে।
এবিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল
উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। পরে তাকে থানায়
হস্তান্তর করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জার্নাল বাংলাদেশ