প্রিন্ট এর তারিখঃ Oct 24, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2025 ইং
আশুলিয়ায় মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে শ্রমিক নেতা গ্রেপ্তার
সাভার: আশুলিয়ায় একটি কারখানার স্টাফকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে দায়েরকৃত
মামলায় শ্রমিক নেতা জাহিদুর রহমান জীবন (৩৫) কে গ্রেপ্তার করেছে থানা
পুলিশ।
রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।
এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাকে
গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সে, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বরুকা এলাকার শামসুর রহমানের
ছেলে জাহিদুর রহমান জীবন (৩৫)। বর্তমানে তিনি বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক
ফেডারেশনের আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি।
থানা পুলিশ জানায়, ফ্যাশন ফোরাম লিমিটেড নামের একটি কারখানার স্টাফকে মারধর
ও হত্যা চেষ্টার অভিযোগে তার নামে মামলা ছিল।
সেই মামলায় শিল্প পুলিশের
সহযোগিতায় শনিবার রাতে আশুয়িলার জামগড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান,
গ্রেপ্তার জাহিদুর রহমান জীবনকে ৭দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো
হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জার্নাল বাংলাদেশ