প্রিন্ট এর তারিখঃ Oct 24, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2025 ইং
নড়াইল লোহাগড়ায় রহস্যময় বিল: কচুরিপানার মধ্য থেকে মানব কঙ্কাল উদ্ধার
খন্দকার
ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি মানব কঙ্কাল উদ্ধার হয়ে
স্থানীয় ও প্রশাসনকে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
শনিবার (১৮ অক্টোবর)
রাতে উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামের ইছামতী বিলের কচুরিপানার ভেতর
থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি
নিশ্চিত করে জানান, "উপজেলার হলদা গ্রাম থেকে অজ্ঞাত পরিচয়ের একটি মানব
কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে তা নারী নাকি পুরুষ, তা শনাক্ত করা সম্ভব হয়নি। কঙ্কালটির
পরিচয় নিশ্চিতকরণ এবং আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।"
স্থানীয়রা জানান, বিকেলের দিকে গ্রামের এক কৃষক জমিতে বন মরা
ঔষুধ ছিটাতে গেলে কচুরিপানার মধ্যে হাড় দেখতে পান।
পরে স্থানীয়রা খুঁজে আরও কিছু অংশ উদ্ধার করেন। রাতের দিকে খবর পেয়ে
লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে কঙ্কালের বিভিন্ন অংশ সংগ্রহ করেন।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনা রহস্যজনক এবং বিষয়টি নিয়ে
এলাকায় শোরগোল চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কঙ্কাল উদ্ধার
কার্যক্রম ও পরিচয় শনাক্তকরণে
আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জার্নাল বাংলাদেশ