মনির খান স্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্ৰাম ইউনিয়নের হান্দলা গ্ৰামের মালয়েশিয়া প্রবাসী আনিস মোল্লা(২৫)এর বাড়িতে ২ সন্তানের জননী সখী বেগম অন্বেষণে।
অদ্য ২৬ এপ্রিল ২০২৫ তারিখ শনিবার দুপুরের দিকে যশোর জেলার শার্শা থানার বাহাদুর পুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে শহিদুল ইসলামের স্ত্রী সখী বেগম (২৮) নামের এক মহিলা- নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্ৰামের শুকুর মোল্লার ছেলে মালয়েশিয়া প্রবাসী আনিস মোল্লার বাড়িতে এসে উঠে। সখী বেগমের ২ টি মেয়ে সন্তান রয়েছে।
বড় মেয়ে ছামিরা ( ১২) ছোট মেয়ে জামিলা ০২ ।
সখী বেগমের বাবার বাড়ি যশোর জেলার শার্শা থানার বেদে পুকুর গ্রামের আব্দুল হাই এর মেয়ে।
গত ৬ মাস আগে সখী বেগম ও আনিস মোল্লার মধ্যে ফেসবুকের মাধ্যমে পরকীয়া প্রেমের সম্পর্ক হয়।
এবং মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ও অডিও কলে তাদের নিবিড় সম্পর্কে পরিণত হয়। তবে তাদের সম্পর্কের মধ্যে এখনো পর্যন্ত কাহারো সাথে, কাহারো সরাসরি দেখা বা কথা হয়নি।
প্রবাসী আনিস মোল্লা, সখী বেগম সম্পর্কে তার ফ্যামিলির সাথে কথা জানান যদি ওই মহিলা না যায় তাহলে আমাদের বাড়িতেই থাক। সেই সুবাদে ওই মহিলা কে আনিস মোল্লার পরিবার তাদের বাড়িতে ই রেখে দেয়।
এলাকাবাসীরা বলেন,১২ বছর বয়সের একটি মেয়ে ও ২ বছরের একটি কোলের বাচ্চা মেয়ে রেখে কেমন করে আসলো? তাদের জন্য কি একটু ও মায়া মমতা ভালোবাসা কিছু ই নাই বলে আফসোস করেন।
উক্ত ঘটনা সম্পর্কে পুলিশ কে জানানো হয়নি বলে জানা যায়।