ঢাকা | বঙ্গাব্দ

ইনজুরিতে আইপিএল শেষ ম্যাক্সওয়েলের

  • নিউজ প্রকাশের তারিখ : May 1, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
ইনজুরির কারণে চলমান আইপিএল থেকে ছিটকে গেলেন পাঞ্জাব কিংসের অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আঙুলের চোটের কারণে আসরের বাকি ম্যাচগুলোতে আর মাঠে নামতে নামতে পারবেন না তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

বুধবার (৩০ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে টস করতে গিয়ে এ কথা জানান পাঞ্জাব অধিনায়ক।

শ্রেয়াস আইয়ার বলেন, এটা আমাদের দুর্ভাগ্য যে ম্যাক্সওয়েলের আঙুলে চোট লেগেছে। তার পরিবর্তে কোন ক্রিকেটারকে নেয়া হবে, সেটা এখনও চূড়ান্ত হয়নি।

গ্লেন ম্যাক্সওয়েল মারকাটারি ব্যাটার হিসেবে পরিচিত। তিনি একাই ম্যাচ বের করে নেওয়ার সক্ষমতা রাখেন। কিন্তু এবারের আইপিএলে তার ব্যাট হাসেনি। ৭ ম্যাচ খেলে রান করেছেন মাত্র ৪৮। পাশাপাশি বল হাতে নিয়েছেন ৪ উইকেট।

উল্লেখ্য, আইপিএলের সর্বশেষ ড্রাফটে পাঞ্জাবে যোগ দেন ম্যাক্সওয়েল। তবে এবারের মতো গত মৌসুমটিও তার ভালো কাটেনি। তখন ১০ ম্যাচ খেলে করেন মাত্র ৫২ রান। ইনজুরির কারণে এবারের মিশন শেষ হলো তার।

নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স