ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় দলের নির্বাচক প্যানেলে যুক্ত হচ্ছে নতুন সদস্য

  • নিউজ প্রকাশের তারিখ : May 1, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে আসছে নতুন রদবদল। দীর্ঘদিন ধরে চলা নানা পরিবর্তন ও পদত্যাগের পর এবার নতুন একজন সদস্যকে যুক্ত করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

Loaded30.11%
Remaining Time 8:48

  এক সময় জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদ। তবে মতবিরোধের কারণে পদত্যাগ করেন তিনি। পরে মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার জুটি দায়িত্ব পালন করে আসছিলেন। সেই প্যানেলে পরবর্তীতে যুক্ত হন সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক।

সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার মেয়াদের শেষদিকে নান্নু-বাশার জুটিকে সরিয়ে নির্বাচক হিসেবে দায়িত্ব দেন গাজী আশরাফ হোসেন লিপু ও হান্নান সরকারকে। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রায় ৯ বছর দায়িত্ব পালন শেষে পদত্যাগ করেন হান্নান সরকার।

হান্নানের পদত্যাগের পর তিন মাস পার হলেও নতুন কোনো নির্বাচক নিয়োগ দেয়নি বিসিবি। অবশেষে বর্তমান বোর্ড পুনরায় একজন নতুন নির্বাচককে যুক্ত করতে আগ্রহী। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন।

সম্প্রতি শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন শিপন। তবে জাতীয় দলের নির্বাচক প্যানেলে তার চূড়ান্ত নিয়োগ এখনো নিশ্চিত হয়নি।





নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স