ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশে আশ্রিত ৪ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  • নিউজ প্রকাশের তারিখ : May 1, 2025 ইং
নাফ নদী | ছবি: সংগৃহীত ছবির ক্যাপশন: নাফ নদী | ছবি: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফ সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশে আশ্রিত ৪ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি।

আজ (বৃহস্পতিবার, ০১ মে) সকাল ৮টার দিকে টেকনাফের দমদমিয়া এলাকা সংলগ্ন মিয়ানমারের জলসীমার লালদিয়ার কাছে নাফনদীতে মাছ শিকারের সময় তাদের ধরে নেয়া হয়।

বিষয়টি ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মাঝি মোহাম্মদ নুর।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- টেকনাফের জাদিমুড়া ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দার মোহাম্মদ ইসমাইলের ছেলে আরাফাত উল্লাহ (২১), একই ক্যাম্পে বাসিন্দার সৈয়দ আলমের ছেলে আনিস উল্লাহ (২২), সৈয়দ আলমের ছেলে মোহাম্মদ জাবের (১৪), মোহাম্মদ হাসানের ছেলে আনোয়ার সাদেক (২৭)।

২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের মাঝি মোহাম্মদ নুর বলেন, ‘বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যাওয়ার অনুমতি নেই। তারপরও অনেকে তা না মেনে মাছ ধরতে যায়। আজও সেভাবে মাছ ধরতে নাফ নদীর লালদিয়া এলাকায় চলে গেলে ওই ৪ জনকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির। তাদের ছাড়িয়ে আনার চেষ্টা চলছে।’



নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স