মুন্সিগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় প্রাইভেট কারসহ চালককে আটক করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শ্রীনগর উপজেলার কেউটখালী দুই নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই পথচারী মারা যায়। প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, অজ্ঞাত ওই ব্যক্তি বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে কেউটখালী দুই নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় মহাসড়ক পার হতে গেলে দ্রুতগতির একটি সাদা প্রাইভেট কারটি তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে পড়ে গেলে প্রাইভেট কারটি তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
সফিকুল ইসলাম বলেন, স্থানীয়রা প্রাইভেট কারসহ চালককে আটক করেছে। মরদেহ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন .