ঢাকা | বঙ্গাব্দ

কাশ্মীর উত্তেজনা, পাকিস্তানি রেঞ্জারকে আটক করল বিএসএফ

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2025 ইং
নিয়ন্ত্রণ রেখায় সেনাদের টহল। ছবি: টাইমস অব ইন্ডিয়ার ছবির ক্যাপশন: নিয়ন্ত্রণ রেখায় সেনাদের টহল। ছবি: টাইমস অব ইন্ডিয়ার
ad728

ভারতের রাজস্থান সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বিএসএফ। এর আগে পাকিস্তান একজন ভারতীয় বিএসএফ সদস্যকে ধরে রেখেছে, যিনি ‘ভুল করে’ সীমান্ত পার হয়েছিলেন। খবর এনডিটিভির।

এ ঘটনার পর শনিবার রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন জায়গায় পাকিস্তানের পক্ষ থেকে গুলি চালানো হয়। ভারতও পাল্টা জবাব দিয়েছে। তবে এখনো কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এদিকে কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন মারা যাওয়ার পর দুই দেশের সম্পর্ক আরও খারাপ হয়েছে। ভারত বলছে, এই হামলার পেছনে পাকিস্তানের হাত আছে।

ভারত ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে পানি চুক্তি, সীমান্ত বাণিজ্য ও যোগাযোগ বন্ধ করে দিয়েছে। অন্যদিকে, পাকিস্তান নতুন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় কর্মকর্তারা এটিকে ‘সরাসরি উসকানি’ বলে অভিহিত করেছেন।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স