ঢাকা | বঙ্গাব্দ

এপ্রিলে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2025 ইং
ছবি : সংগৃহীত ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত
ad728

সদ্য বিদায়ী এপ্রিলে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। সব মিলিয়ে এই মাসের ৩০ দিনে দেশে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা।

সেই হিসাবে প্রতিদিন দেশে ৯ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে গত বছরের এপ্রিলে দেশে ২০৪ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

রোববার (৪ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ১০ মাসে সব মিলিয়ে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৮ দশমিক ৩০ শতাংশ। আর একক মাস হিসেবে সদ্য বিদায়ী এপ্রিলে এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন বাংলাদেশিরা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চে এ পর্যন্ত কোনো একক মাস হিসেবে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। পাশাপাশি সদ্য বিদায়ী এপ্রিলে দ্বিতীয় সর্বোচ্চ ২৭৫ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

অন্যদিকে গত বছরের ডিসেম্বরে তৃতীয় সর্বোচ্চ ২৬৪ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স