ঢাকা | বঙ্গাব্দ

লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন

  • নিউজ প্রকাশের তারিখ : May 8, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728


মনির খান স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিক পুর ইউনিয়নের করফা গ্ৰামের চরপাড়ায় গত ৭ মে বুধবার সন্ধ্যায় সৈয়দ ফেরদৌস মীরের ছেলে সৈয়দ করিম মীর ধান বুঝায় ভ্যান নিয়ে বাড়িতে যাচ্ছিল! 
রাস্তা সরু হওয়ায় ভ্যানটি চাচা সৈয়দ টোকন মীরের ঘরের বেড়ায় বেঁধে যায়। তখন চাচা ও তার ছেলে মেয়েরা সৈয়দ করিম মীর কে অকথ্য ভাষায় গালিগালাজ করে। কিন্তু তাতে ও তারা থেমে নেই সৈয়দ টোকন মীরের পরিবার! 

ওই দিনেই সৈয়দ টোকন মীর ও তার স্ত্রী, তিন সন্তান  স্বপ্না বেগম, ছেলে সৈয়দ রাজু মীর ও সৈয়দ রুবেল মীর মিলে লাঠিসোটা নিয়ে সৈয়দ ফেরদৌস মীরের বাড়িতে গিয়ে, সৈয়দ ফেরদৌস মীর, সৈয়দ করিম মীর, সৈয়দ করিম মীরের চাচাতো ভাই সৈয়দ রহিম মীরের উপর অতর্কিত হামলা চালায়। ওই হামলায় ২ পক্ষের ২ জন গুরুতর আহত হয়।
আহত সৈয়দ টোকন মীর কে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়ার হয়, কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
অপর জন সৈয়দ রহিম মীর কে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়! তার মাথায় 
গুরুতর আঘাতের কারণে ১২ টি সেলাই দেওয়া হয়,
এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

আজ ৮ মে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে সৈয়দ টোকন মীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
মৃত্যুর ঘটনার পর সৈয়দ টোকন মীরের লোকজন 
প্রতিপক্ষের লোকজনের উপর হামলা চালানোর চেষ্টা করে। একপর্যায়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং ওখানে পুলিশ মোতায়েন রয়েছে।
নিহত সৈয়দ টোকন মীরের মরাদেহ ময়নাতদন্ত শেষে তার স্বজনরা বাড়িতে নিয়ে গিয়ে দাফন করে।

নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স