ঢাকা | বঙ্গাব্দ

লোহাগড়ায়,সালমান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : May 9, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

মনির খান স্টাফ রিপোর্টার:

নড়াইলের লোহাগড়া উপজেলার কাউলিডাঙ্গা বিল থেকে সালমান খন্দকার (২৬) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। 

শুক্রবার (৯ মে) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার হয়। 
নিহত সালমান লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে। স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। তারা জানান, বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত সালমান ও তার কয়েকজন বন্ধু মিলে রামকান্তপুর এলাকায় মধুমতি নদীর পাড়ে পিকনিকে অংশ নেন। পিকনিক শেষে তিনি বাড়ি ফিরে যান; তবে কিছুক্ষণ পর আবার বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
পরিবার ও স্থানীয়রা সালমান কে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হওয়ার পর শুক্রবার সকালে কাউলিডাঙ্গা বিলে তার মরদেহটি পড়ে থাকার খবর পায় সালমানের পরিবার।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থান  থেকে সালমানের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স