ঢাকা | বঙ্গাব্দ

লোহাগড়ায়, মাদক কেনাবেচা নিয়ে সংঘর্ষ আহত ২

  • নিউজ প্রকাশের তারিখ : May 12, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
মনির খান স্টাফ রিপোর্টার:

নড়াইলের লোহাগড়া উপজেলার পাচুড়িয়া গ্রামের মাদক সেন্টিগেটের লিডার, পাচুড়িয়া (লস্কার পাড়ার) মোঃ চান্দু শেখের ছেলে ইউসুফ শেখ। 
তিনি আজ ১২ মে ২০২৫ তারিখ রাত ৮,৩০ মিনিটের দিকে পাচুড়িয়া চৌরাস্তা এলাকা থেকে মাদক দ্রব্য কেনাবেচা নিয়ে ২ জন কে বেধড়ক মারপিট করে গুরুতর জখম করে তিনি গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। আহতরা হলেন, পাচুড়িয়া গ্রামের মৃত্যু আলাউদ্দিন লস্কারের ছেলে তমিজ লস্কার ও মৃত্যু সরোয়ার লস্কারের ছেলে সাগর লস্কার ।
আহত ২ জনই লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত তমিজ লস্কারের মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হলেও, তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি, তবে একটি বিশেষ সুত্রে জানা গেছে মাদক ব্যবসায়ী ইউসুফ ও তমিজ লস্কারের মধ্যে মাদক দ্রব্য গাঁজা বেচাকেনা নিয়ে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
আহত অপর জন সাগর লস্কার তিনি উভয়ের মারামারি ঠেকাতে গিয়ে হাতের কব্জির উপর লাঠির 
সজরে আঘাত লেগে হাতের কব্জি চটে গেছে বলে জানা গেছে।
প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদকসম্রাট  ইউসুফ শেখ পাচুরিয়া এলাকায় রমরমা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে ও জানান এলাকাবাসীরা।
 পুলিশ প্রশাসনের কাছে, এলাকাবাসীদের দাবি পাচুরিয়া গ্রামের মাদক সেন্টিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এলাকায় মাদকমুক্ত সমাজ গড়ার সহায়তা করে সুন্দর একটি সমাজ ব্যবস্থা করবেন বলে আশা ব্যক্ত করেন।

লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশিকুর রহমান বলেন, মাদকের সাথে সম্পৃক্ত কাউকেই ছাড় দেয়া হবে না! মাদকের বিরুদ্ধে পুলিশ  সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স