ঢাকা | বঙ্গাব্দ

কোটি ভিউ ছাড়াল ‘কন্যা’ ও ‘চাঁদ মামা’

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 10, 2025 ইং
‘কন্যা’ গানে নুসরাত ফারিয়া ও সজল, ‘চাঁদ মামা’ গানে নুসরাত জাহান ও শাকিব খান ছবির ক্যাপশন: ‘কন্যা’ গানে নুসরাত ফারিয়া ও সজল, ‘চাঁদ মামা’ গানে নুসরাত জাহান ও শাকিব খান
ad728

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ছয়টি ছবি। প্রতিটি ছবিতে রয়েছে একাধিক গান। তবে শ্রোতামহলে একটু বেশিই আলোড়ন তুলেছে ‘জ্বীন ৩’ ছবির ‘কন্যা’ ও ‘বরবাদ’-এর ‘চাঁদ মামা’ গান দুটি। প্রকাশের পর থেকেই গান দুটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের চর্চা চোখে পড়ার মতো।

এবার গানগুলো প্রবেশ করল কোটির ক্লাবে। ঈদের ছবির প্রথম দুই গান হিসেবে এই মাইলফলক অতিক্রম করল গান দুটি। মাত্র ১১ দিনে একটি চ্যানেল থেকেই কোটির ঘরে প্রবেশ করেছে ‘চাঁদ মামা’। ২৮ মার্চ রিয়েল এনার্জি প্রডাকশনের চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়।

গতকাল পর্যন্ত এর ভিউ এক কোটি এক লাখ ৬৮ হাজার। এ ছাড়া গায়ক প্রীতম হাসানের চ্যানেলে গানটির ভিউ ৬৫ লাখের বেশি। ফেসবুক রিল কিংবা টিকটক, সবখানেই গানটি নিয়ে বিস্তর চর্চা। নিজের কথা, সুর ও সংগীতে ‘চাঁদ মামা’ গেয়েছেন প্রীতম ও দোলা রহমান।

অন্যদিকে ‘কন্যা’ গেয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। এটি ইউটিউবে এসেছে ১৭ মার্চ। উৎসবের আমেজে তৈরি করা এ গান প্রকাশিত হওয়ার পর রুনা লায়লাসহ শোবিজের অনেক তারকা শেয়ার করেছেন, বাহবা দিয়েছেন। সামাজিক মাধ্যমেও গানটি নিয়ে প্রচুর রিল-শর্টস-টিকটক হচ্ছে।

গতকাল পর্যন্ত ‘কন্যা’র ভিউ এক কোটি দুই লাখ ১৬ হাজার। এ গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত ইমরানের। গানের দৃশ্যে আছেন নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স