রোববার (৪ মে) ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল শনিবার বিকেল ৫টার দিকে ‘এগারো সিন্দুর গোধূলি’ ট্রেনে বিমানবন্দর থেকে কমলাপুরে যাওয়ার পথে একাধিক যাত্রী ছিনতাইয়ের শিকার হন। দুর্বৃত্তরা তাদের ভয়-ভীতি দেখিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার পরপরই ঢাকা রেলওয়ে পুলিশের একটি বিশেষ টিম অভিযানে নামে। অভিযানে গভীর রাতে প্রধান আসামি ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী মো. হৃদয় (২০), মো. হৃদয় (২৫) ও মো. ফাহিমকে গ্রেপ্তার করা হয়।
রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন।