ঢাকা | বঙ্গাব্দ

লোহাগড়ায়,জেলহাজতে থাকা ব্যক্তির জমির গাছ জোরপূর্ব কেটে নেওয়ার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : May 23, 2025 ইং
  • শেয়ার করুনঃ
ad728
মনির খান স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলার কচুবাড়িয়া গ্রামে পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে গাছপালা কাটার অভিযোগ উঠেছে। অভিযোগকারী বনি রানী দাসের দাবি, তার পিতা বিবেকানন্দ দাস বর্তমানে জেলহাজতে থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী শুবাস দাস জোরপূর্বক ওই জমির গাছ কেটে নিচ্ছে । 

ভুক্তভোগী বনিরানী দাস জানান, তার পিতা বিবেকআনন্দ দাসের নামে থাকা কচুবড়িয়া মৌজার ২৪ শতক জমিতে দেওয়ানি মামলা চলমান রয়েছে (মামলা নং ৯৪/২০০৯)। এই জমির উপর থাকা বাঁশ ও অন্যান্য গাছপালা ৭০ বছর বয়সী প্রতিবেশী শুবাস দাস কর্তৃক কেটে নেওয়া হচ্ছে। বাধা দিতে গেলে শুবাস দাস তার বাধাকে তোয়াক্কা না করে জোর পূর্বক বাঁশ কাটার কাজ চলমান রাখেছে।

উল্লেখিত ঘটনায় কোন প্রকার উপায়ান্ত না পেরে বনিরানী দাস ২৩ মে ২০২৫ তারিখে লোহাগড়া থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত শুবাস দাসের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সরেজমিনে গিয়ে দেখা যায় শুবাস দাস, তিনি প্রায় ৫০ থেকে ৬০ টি বাঁশ কেটে সাবাড় করে দিয়েছে। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সুবাস দাসের সাথে কথা বলে বাঁশ কাটা কাজ বন্ধ করে দেয়। 

এ বিষয়ে লোহাগড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "অভিযোগটি প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স