ঢাকা | বঙ্গাব্দ

সাভারে কুলিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা

  • নিউজ প্রকাশের তারিখ : May 27, 2025 ইং
  • শেয়ার করুনঃ
সাভারে কুলিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা
ad728
মোঃ মনির মন্ডল.সাভার: 

সাভারে কোটবাড়ি এলাকায় দুর্জয় শেখ (৪৮) নামে কুলিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদের উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে থানা পুলিশ। 

মঙ্গলবার (২৭ মে) সকালে সাভার পৌরসভা এলাকার কোটবাড়ি মহল্লা থেকে তার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত সে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গোলপাড়া গ্রামের মৃত নাজিমউদ্দীনের ছেলে। নিহতের স্ত্রী বিলকিস জানায়, সাভারের কোটবাড়ি এলাকার আবুল হোসেনের বাড়িতে ভাড়ায় থেকে রাজধানীর কাওরানবাজারে কুলির কাজ করতেন নিহত দুর্জয়। সোমবার রাত ১১টার দিকে তিনি কাওরানবাজার থেকে বাসায় ফিরে খাবার খেয়ে রাত ১টার দিকে দোকানে সিগারেট কেনার কথা বলে বেড়িয়ে যান। পরে সারারাত আর বাসায় ফিরে আসেনি। তবে নিহত দুর্জয় মাদকাসক্ত ছিলেন বলেও জানান তার স্বজনরা। পরবর্তীতে স্থানীয়রা সকালে বাসা থেকে বেশ কিছু দূরে দুর্জয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্বজন ও থানা পুলিশকে খবর দেয়। পরে স্বজনরা গিয়ে পরিচয় শনাক্ত করে এবং পুলিশ গিয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাদের শেখ জানান, খবর পেয়ে নিহতের মরদের উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তবে নিহতের স্ত্রীর ভাষ্য, দুর্জয় কাওরানবাজারে কুলির কাজ করতেন। এছাড়া সে মাদকাসক্ত ছিলেন এবং মাঝে মধ্যে চুরিও করতেন। এ ঘটনায় জড়িতদের ধরতে এবং হত্যার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স