ঢাকা | বঙ্গাব্দ

লোহাগড়ায় ভ্যানের চাকার নিচে পড়ে ভেড়ার বাচ্চার মৃত্যু! ভেড়ার মালিক-ভ্যান চালক কে বেধড়ক মারপিট

  • নিউজ প্রকাশের তারিখ : May 29, 2025 ইং
  • শেয়ার করুনঃ
ad728
মনির খান স্টাফ রিপোর্টার: 

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা বাজারের তিন রাস্তার মোড়ে অবস্থিত মোতালেব খান এর ভ্যারাইটিস দোকান। 

গত ২৭ মে ২৫ মঙ্গলবার লোহাগড়া পৌরসভার কচু বাড়িয়া গ্রামের মিজানুর রহমান মৃধা (গোপালে)এর ছেলে সেলিম মৃধা ভ্যান চালিয়ে এড়েন্দা বাজার মোতালেব খানের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকটি ভেড়ার বাচ্চা পাকা রাস্তার উপর দিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে ভ্যানের চাকার নিচে পড়ে ১ টি ভেড়ার বাচ্চার মৃত্যু হয়। সেই মৃত্যুকে কেন্দ্র করে মোতালেব খান ওই ভ্যান চালক সেলিম মৃধাকে বেশ কয়েকটি চর থাপ্পড় মেরে থেমে যায়। এবং গত ২৮ মে বুধবার ভ্যান চালক সেলিম মৃধা পুনরায় যাত্রী নিয়ে এড়েন্দা বাজারে যায়, এবং যাত্রী নামিয়ে দিয়ে লক্ষীপাশা ফেরার পথে মোতালেব খানের দোকানের সামনে পৌঁছালে পিছন থেকে মোতালেব খান ওই ভ্যান চালক সেলিম মৃধাকে ডেকে থামিয়ে বলেন, গতকাল আমার ভেড়ার বাচ্চা মেরে ফেলেছিস এখনই তুই ২০ হাজার টাকা বের কর, টাকা না দিলে তোকে আমি খুন করবো! ভ্যান চালক সেলিম মৃধা বলেন, গতকাল তো আপনি আমাকে মারধর করলেন এখন আবার টাকা চাচ্ছেন কেন ? আমি ভাড়ার ভ্যান চালিয়ে কোন রকম সংসার চালায়। আমাকে মাফ করেন। একপর্যায়ে ২ জনের কথা কাটাকাটির মধ্যে দিয়ে মোতালেব খান পাশে থেকে একটি কাঠের বাটাম নিয়ে ভ্যান চালক সেলিম মৃধাকে এলোপাতাড়ি ভাবে ১৫/২০ টি বাড়ি মারে। তখন ওই ভ্যান চালক সেলিম মৃধা মাটিতে পড়ে যায়। ওই অবস্থায় বাজারে লোকজন তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। কয়েক ঘণ্টা পর শরীরের ব্যথার যন্ত্রণায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা সেবা দিয়ে ন্যায় বিচারে আশায়, লোহাগড়া থানা অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

ভুক্তভোগী ভ্যান চালক সেলিম মৃধা বলেন, মোতালেব খান আমাকে আবার ও মারধর করতে পারে,তাই আমি আমার নিরাপত্তা ও ন্যায়বিচারের আশায় থানায় অভিযোগ করেছি। উল্লেখিত বিষয় নিয়ে অভিযুক্ত মোতালেব খানের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায় নাই।

নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স