ঢাকা | বঙ্গাব্দ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লোহাগড়ায় দোয়া ও আলোচনা সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2025 ইং
  • শেয়ার করুনঃ
ad728


স্টাফ রিপোর্টার:

নড়াইল জেলার লোহাগড়া পৌর যুবদলের অন্যতম নেতা ও লোহাগড়া বাজার সমবায় বণিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ রাজু আহমেদ বাপ্পির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ জুন) জোহরের নামাজ শেষে লোহাগড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও লোহাগড়া গোরস্থান মসজিদে আয়োজিত এই আয়োজনে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম। দোয়ায় তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদে দেশে প্রত্যাবর্তন এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ রাজনৈতিক জীবনের জন্য প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগড়া বাজার বণিক সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় শহীদ জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন,কাজী সুলতানুজ্জামান সেলিম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি,ইঞ্জিনিয়ার মোঃ রাজু আহমেদ বাপ্পি সাধারণ সম্পাদক বণিক সমবায় সমিতি,সোহেল রানা যুগ্ম সাধারণ সম্পাদক বাজার বণিক সমিতি,
এম এ সাইফুল্লাহ মামুন সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি প্রমুখ। 

বক্তারা শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অনন্য ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদ জিয়ার আদর্শ আজও দেশের রাজনীতিতে প্রেরণার উৎস হয়ে রয়েছে।

আলোচনা সভা শেষে উভয় মসজিদে দোয়া মাহফিল এবং উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স