ঢাকা | বঙ্গাব্দ

সরকার নিরপেক্ষ আছে : প্রেস সচিব

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2025 ইং
  • শেয়ার করুনঃ
সংবাদ সম্মেলনকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ছবি : সংগৃহীত
ad728

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সরকার সবার বিষয়ে নিরপেক্ষ।

মঙ্গলবার (১৭ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপ শেষে সংবাদ সম্মেলনকালে সরকার নিরপেক্ষতা নিয়ে করা এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

প্রেস সচিব বলেন, আমরা সবার বিষয়ে সমান। আমরা সর্বোচ্চ নিরপেক্ষতা নিশ্চিত করছি। সবার কথা শুনছি। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের সবার প্রতি আমরা সমান নিরপেক্ষ আছি। আমরা মনে করি সবাই আমাদের অংশীজন।

প্রেস সচিব বলেন, ঐকমত্য কমিশনের এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে। আগামী ১২ কার্যদিবসে দ্বিতীয় দফার আলোচনা সমাপ্ত হবে আশা করি।

এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আগামীকাল থেকে জামায়াতে ইসলামী যোগ দিবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা সম্পূর্ণ নিরপেক্ষে। জুলাই আন্দোলনে যারা অংশীদার আমরা সবার জন্য সমানভাবে কাজ করছি।

উল্লেখ্য, যেসব সংস্কার সুপারিশ নিয়ে আলোচনা শেষ হয়নি সেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনায় যোগ দেন বিএনপি, এনসিপি, সিপিবি, বাসদ, খেলাফত মজলিসসহ প্রায় ত্রিশটি দলের নেতারা। তবে দেখা যায়নি জামায়াতের কোনো নেতাকে।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স