ঢাকা | বঙ্গাব্দ

নাবিল গ্রুপ নিয়ে বিস্ফোরক মন্তব্য জাওয়াদ নির্ঝরের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2025 ইং
  • শেয়ার করুনঃ
ad728
রাজশাহীভিত্তিক নাবিল গ্রুপের লুটপাট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন করাপশন ইন মিডিয়া ডটকমের সম্পাদক জাওয়াদ নির্ঝর।
শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘ধরেন লীগের আমলে আমি বিভিন্ন ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকা লোন নিয়ে আর দিলাম না। তারপর ভাবলাম, মিডিয়ার মুখ বন্ধ করা দরকার। তারপর লুটপাট করা টাকা থেকে ১০০ কোটি ইনভেস্ট করে একটা টিভি খুললাম।
টিভির নাম দিলাম স্টার টিভি। এখন আর আমার লুটপাট নিয়ে কেউ কথা বলবে না, মিডিয়া তো নিজেই খুলছি। গল্পটা দেশের আলোচিত ব্যাংক লুটেরা এসআলম গ্রুপের অন্যতম সহোযোগী নাবিল গ্রুপের।’

নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স