ঢাকা | বঙ্গাব্দ

প্রতিটি স্কুল ব্যাংকের সঙ্গে যুক্ত করার তাগিদ গভর্নরের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
  • শেয়ার করুনঃ
ছবি: সংগৃহীত
ad728

দেশের প্রতিটি স্কুলকে একটি করে ব্যাংকের সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে হলে স্কুল পর্যায় থেকেই তাদের ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ৪৭তম সার্কফাইন্যান্স গভর্নরস গ্রুপ মিটিং ও সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, ‘‘অর্থনীতিতে প্রযুক্তির ব্যবহারে নানা রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি দেশের আর্থিক শিক্ষা আলাদা। বাংলাদেশের প্রত্যেকটি স্কুলকে একটি ব্যাংকের সঙ্গে থাকতে হবে। প্রত্যেকটি স্কুল শিক্ষার্থীকে একটি ব্যাংক হিসাব থাকতে হবে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে এবং কীভাবে একটি হিসাব চালাতে হয় সে সম্পর্কে জ্ঞান থাকতে হবে।’’

সামষ্টিক অর্থনীতি ও নীতিনির্ধারণের প্রশ্নে গভর্নর বলেন, ‘‘অর্থনীতিকে সমৃদ্ধ করতে হলে সামষ্টিক অর্থনীতি খাতের স্থিতিশীলতার কোনো বিকল্প নেই। কারণ বিশ্বের যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তই হল- সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা। এটা আমাদের করতেই হবে, যদি যথাযথ অর্থনৈতিক প্রবৃদ্ধি আমরা চাই।’’

আরও বলেন, আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল প্রযুক্তিকে একত্রে ব্যবহার করতে হবে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অনেক মানুষকে আর্থিক নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব হবে।

গভর্নর আরও বলেন, ‘‘আমরা কোন ফরম্যাটে কিউআর কোড ব্যবহার করছি, তা জানি না। তবে এটার সঠিক ব্যবহার নিয়ে আমাদের আবার চিন্তা করা উচিত। সার্কভুক্ত দেশগুলো থেকে বিভিন্ন রকম ধারণা, তাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানা যাবে।’’

তিনি জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি ব্যবস্থা গড়ে তোলাকে এখন একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। তবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই চ্যালেঞ্জ জয় করা সম্ভব।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স