ঢাকা | বঙ্গাব্দ

সৌদিতে বিদেশিদের জন্য সুখবর, কিনতে পারবেন বাড়ি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2025 ইং
  • শেয়ার করুনঃ
স্থাপনার পাশে সৌদি আরবের পতাকা উড়ছে। ছবি : সংগৃহীত
ad728

বিদেশিদের জন্য দারুণ সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, সৌদিতে বিদেশিরা বাড়ি কিনতে পারবেন। এমনকি পবিত্র নগরী মক্কা ও মদিনায়ও বাড়ির মালিক হওয়া যাবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সরকার বিদেশিদের জন্য সম্পত্তি মালিকানার আইন অনুমোদন করেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে এ আইন কার্যকর হবে। বহুল প্রতীক্ষিত এই সংস্কার দেশের অর্থনীতিকে বহুমুখীকরণ ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

নতুন আইনের আওতায় বিদেশিরা এখন রিয়াদ ও জেদ্দায় নির্দিষ্ট এলাকায় রিয়েল এস্টেট কিনতে পারবেন। তবে মক্কা ও মদিনায় মালিকানা পেতে নির্দিষ্ট কিছু বিশেষ শর্ত পূরণ করতে হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ ঘোষণার পর সৌদি রিয়েল এস্টেট বাজারে শেয়ারমূল্য বৃদ্ধি পেতে শুরু করে। দেশের রিয়েল এস্টেট জেনারেল অথরিটি শিগগিরই এই আইনের বিস্তারি


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স