ঢাকা | বঙ্গাব্দ

সাবেক বিমানবাহিনী প্রধান আবদুল হান্নানের বিরুদ্ধে দুদকের মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2025 ইং
  • শেয়ার করুনঃ
অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান। ফাইল ছবি
ad728
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।


শেখ আবদুল হান্নান ও তার স্ত্রী দেশের ভেতরে প্রায় ৫ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। এছাড়াও কাতার, দুবাই ও কানাডায় তাদের সম্পদের অস্তিত্ব পেয়েছে দুদক। তাদের বিরুদ্ধে প্রায় ২৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণও পাওয়ার দাবি করেছে সংস্থাটি।

দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, ‘সাবেক বিমানবাহিনী প্রধান এবং তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন এবং বড় অঙ্কের সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ায় মামলা করা হয়েছে। তদন্তে যে-সব তথ্য প্রমাণ উঠে এসেছে, তা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাই করা হবে।’

দুদক জানায়, সাম্প্রতিক সময়ে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে তদন্ত ও মামলা করা হচ্ছে। মামলার বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

শেখ আবদুল হান্নান ২০২১ সালের ১২ জুন দেশের ১৬তম বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। তিনি ২০২৪ সালের ১১ জুন পর্যন্ত এই পদে ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স