ঢাকা | বঙ্গাব্দ

লোহাগড়ায় গ্রাম্য আধিপত্যের দ্বন্দ্ব রূপ নিচ্ছে রাজনৈতিক সংঘর্ষে, আতঙ্কে এলাকাবাসী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2025 ইং
  • শেয়ার করুনঃ
ad728
মনির খান স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উলা গ্রামে দীর্ঘদিন ধরে চলে আসা গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাজিক দ্বন্দ্ব এখন ক্রমেই রাজনৈতিক রূপ নিতে শুরু করেছে। এতে করে গ্রামজুড়ে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উলা গ্রামে দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক ও আধিপত্য সংক্রান্ত বিরোধ চলে আসছে। একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন স্থানীয় ইউপি সদস্য ওহিদ মেম্বার এবং অপরপক্ষের নেতৃত্ব দিচ্ছেন মোঃ তবিবর মোল্যা ও মোস্তফা কামাল।

স্থানীয়দের ভাষ্যমতে, এসব গ্রাম্য গ্রুপ মূলত রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকলেও সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় রাজনৈতিক রঙ চড়েছে। অভিযোগ রয়েছে, তবিবর ও মোস্তফা কামালের নেতৃত্বাধীন পক্ষ বাইরের গ্রাম বয়রা থেকে লোকজন এনে হামলা চালিয়ে ওহিদ মেম্বারপন্থীদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।

মোস্তফা কামাল জানান, "এটা একান্তই গ্রাম্য আধিপত্য সংক্রান্ত বিরোধ। আমাদের পক্ষের কয়েকজন আহত হয়ে বর্তমানে ঢাকা ও খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। ইতোমধ্যে থানায় দুটি মামলা হয়েছে। তবে দুঃখজনকভাবে কিছু আসামি জামিনে বেরিয়ে এসেছে, অনেকেই এখনো গ্রেপ্তার হয়নি।"

অন্যদিকে, ওহিদ মেম্বারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, "আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে রাজনৈতিক অভিযোগ আনা হচ্ছে। আমাদের পক্ষের ওপর বারবার হামলা চালানো হচ্ছে বাইরের কিছু ভাড়াটিয়া লোক জন এনে।"

স্থানীয় ওয়ার্ড বিএনপি সভাপতি তবিবর মোল্যা বলেন, "গ্রামে বিএনপির অফিস ভাঙচুর হয়নি, এটি সম্পূর্ণ মিথ্যা ভাবে অপপ্রচার করা হয়েছে। কেউ রাজনৈতিক ফায়দা লুটতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন গুজব ছড়াচ্ছে।"মূলতঃ উভয় পক্ষের মধ্যে  গ্রাম্য কলন্দন চলছে ! কিন্তু বিশেষ কোন ফায়দা লুটতে ও রাজনৈতিক দলকে পুঁজি করে হামলা মামলা করে সুবিধা নিচ্ছে বলে জানান এলাকাবাসী।

এলাকাবাসীর মতে, পরিস্থিতি অবনতির দিকে গেলে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হতে পারে। তাই সবাই শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে,এলাকায় পুলিশ মোতায়েন আছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং স্থানীয় জনপ্রতিনিধিরা শান্তি রক্ষায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স