ঢাকা | বঙ্গাব্দ

রিয়াদের বাসায় অভিযান, ২ কোটি ২৫ লাখ টাকার চেক জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2025 ইং
  • শেয়ার করুনঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ। ছবি সংগৃহীত
ad728
গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তারকৃত ৫ জনের মধ্যে বৈষ্যম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালিয়ে ২ কোটি ২৫ লাখ টাকার চেক জব্দ করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকালে সমসাময়িক বিষয় নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় কলাবাগান থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক মোট দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। 

তিনি আরও জানান, পুলিশ আগাম সতর্ক রয়েছে, কোনো মহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর ভাবে দমন করা হবে। অপরাধের মাত্রা কমাতে ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ মাঠে তৎপর রয়েছে বলে জানান তিনি।

গত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযানে রাজধানীতে ১৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে হয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। গুলশানে গ্রেপ্তার চাঁদাবাজদের বিষয়ে রিমান্ডের পাশাপাশি তদন্তও চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স