ঢাকা | বঙ্গাব্দ

সাবেক এমপি পিন্টুর মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : কারা অধিদপ্তর

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2025 ইং
  • শেয়ার করুনঃ
ad728

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের ২ বারের সংসদ সদস্য (এমপি) ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর মৃত্যু নিয়ে ‘গুজব’ ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের এআইজি ফরহাদ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নেত্রকোন-৩ আস‌নের সা‌বেক সংসদ সদস্য ইফ‌তিকার উদ্দিন তালুকদার পিন্টুর কারাগা‌রে মৃত্যু সংক্রান্ত সামা‌জিক যোগা‌যোগমাধ্যমের খবর‌টি স‌ঠিক নয়। তি‌নি কারাগা‌রে আটক ছি‌লেন না। বিষয়‌টি এক‌টি গুজব। এ বিষয়ে সবাইকে সচেতন এবং সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন কারা অধিদপ্তরের এআইজি ফরহাদ। এর আগে সোমবার (২৮ জুলাই) পিন্টুর মৃত্যুর তথ্য জানা যায়। স্বজনদেরে বরাতে বিভিন্ন গণমাধ্যম জানায় নিকুঞ্জের এক বাসায় তিনি মারা যান।

পিন্টুর ভাগ্নে জাকির হোসেন প্রবাল জানান, তার মামা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। এ অবস্থায় সোমবার তিনি ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন। তবে এই মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে দাবি করা হয়, কারাগারে নির্যাতনের কারণে তিনি মারা যান। এ নিয়ে যখন নেট দুনিয়ায় তোলপাড়, তখনই কারা অধিদপ্তর বিজ্ঞপ্তির মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করল। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি গুজব বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা গ্রামের ব্যবসায়ী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ২০০৯ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন তিনি।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স