গত মাসে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে রাশিয়া থেকে অস্ত্র ও তেল কেনার জন্য ভারতকে অতিরিক্ত শাস্তি আরোপের হুমকি দেন। পরবর্তীতে তিনি আরও বলেন, রাশিয়ার সঙ্গে ভারত কী করছে তা নিয়ে তার মাথা ব্যথা নেই।
গতকাল শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি শুনেছেন রাশিয়া থেকে ভারত আর দীর্ঘ সময়ের জন্য তেল ক্রয় করবে না। তবে ভারতের দুজন সিনিয়র কর্মকর্তা বলেন, রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয়ে তাদের নীতির কোনো পরিবর্তন হয়নি।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই কর্মকর্তারা আরও জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আমদানি বন্ধে তেল কোম্পানিগুলোকে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেয়া হয়নি।
রয়টার্স জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, স্বল্প ডিসকাউন্ট দেয়ার কারণে ভারতের সরকারি তেল কোম্পানিগুলো গত সপ্তাহ থেকে রাশিয়ার তেল আমদানি বন্ধ রেখেছে।
গত ১৪ জুলাই ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে, যতদিন পর্যন্ত মস্কো ইউক্রেন সংকট নিয়ে একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে না পারবে, ততদিন যেসব দেশ রাশিয়া থেকে তেল ক্রয় করবে তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ভারতে রাশিয়া সবচেয়ে বেশি তেল রপ্তানি করে। দেশটিতে প্রায় ৩৫ শতাংশ তেল সরবরাহ করে মস্কো।