ঢাকা | বঙ্গাব্দ

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো ‘কসাইখানায়’ পরিণত হয়েছে: এরদোগান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2025 ইং
  • শেয়ার করুনঃ
ad728

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো এখন ‘কসাইখানায়’ পরিণত হয়েছে, যেখানে ক্লান্ত-ক্ষুধার্ত মানুষদের গুলি করে হত্যা করা হচ্ছে। ইস্তাম্বুলে এক জনসভায় দেওয়া ভাষণে এরদোগান এই ঘটনাগুলোকে ‘মানবতার ধ্বংস’ হিসেবে বর্ণনা করেন।

রোববার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে হুরিয়েত ডেইলি নিউজ।

এরদোগান বলেন, ‘যেসব দৃশ্য আমরা কেবল কনসেনট্রেশন ক্যাম্পে দেখার কথা ভাবি, সেগুলো এখন গাজায় বাস্তব হয়ে উঠেছে, তথাকথিত সভ্য দুনিয়ার চোখের সামনে।’

এরদোগান ইসরাইলের সামরিক অভিযানে ফিলিস্তিনিদের ওপর চালানো নিপীড়নকে গত শতাব্দীর সবচেয়ে নির্মম গণহত্যা হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, ‘গাজায় শুধু শিশু নয়, মানবতার প্রতীক হয়ে থাকা সব কিছুই ধ্বংস করে দিচ্ছে এমন একদল খুনি, যারা নিরপরাধ মানুষের রক্ত পান করে বেঁচে থাকে।’

এরদোগান আরও বলেন, ‘খাদ্য বিতরণ কেন্দ্রগুলোর মতো জায়গাগুলোকে এখন কসাইখানায় পরিণত করা হয়েছে। সেখানে গাজার মুসলমানরা ক্লান্তিতে লুটিয়ে পড়ছে, আর সঙ্গে সঙ্গে তারা হয়ে উঠছে বেঈমান গুলির লক্ষ্যবস্তু। মায়েরা এক বস্তা আটা বা এক চুমুক পানির জন্য জীবন বাজি রাখছেন।’


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স