ঢাকা | বঙ্গাব্দ

গিলের জার্সির দাম ভাঙল সব রেকর্ড, পেছনে ফেললেন বুমরাহ-জাদেজাদের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2025 ইং
  • শেয়ার করুনঃ
ad728

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ব্যাট হাতে ইতিহাস গড়া শুভমান গিল এবার মাঠের বাইরেও করলেন নজির। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যবহৃত তার স্বাক্ষরিত টেস্ট জার্সি নিলামে বিক্রি হয়েছে রেকর্ড দামে—যা ছাড়িয়ে গেছে জাসপ্রিত বুমরা, রবীন্দ্র জাদেজা এমনকি ইংল্যান্ড তারকা জো রুট ও বেন স্টোকসের জার্সির মূল্যও।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৭৫৪ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক হন গিল। ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকেই যেন রূপকথা লিখলেন তিনি। লিডসে শতক দিয়ে সিরিজ শুরু করলেও ম্যাচ হারেন ভারত। তবে এজবাস্টনে রূপ নিলেন ‘রান মেশিনে’—একই ম্যাচে করলেন দ্বিশতক ও শতক, দলকে সিরিজে ফিরিয়ে আনলেন ১-১ সমতায়। চতুর্থ টেস্টে ম্যানচেস্টারে আরও একটি শতক যোগ করেন নিজের ঝুলিতে। শেষ পর্যন্ত ২-২ সমতায় শেষ হয় সিরিজ, যা সাম্প্রতিক ইতিহাসের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হিসেবে জায়গা করে নেবে।


লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ব্যবহৃত জার্সিগুলো #RedforRuth চ্যারিটি নিলামে তোলা হয়। গিলের স্বাক্ষরিত জার্সি বিক্রি হয় সর্বোচ্চ ৪,৬০০ পাউন্ডে—বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬.৬৫ লাখ টাকা।

এরপরেই আছেন রবীন্দ্র জাদেজা ও জাসপ্রিত বুমরা, যাদের জার্সি বিক্রি হয়েছে ৪,২০০ পাউন্ডে (প্রায় ৬.০৭ লাখ টাকা)। কেএল রাহুলের জার্সি গেছে ৪,০০০ পাউন্ডে (প্রায় ৫.৭৮ লাখ টাকা) এবং ঋষভ পন্থের ৩,৪০০ পাউন্ডে (প্রায় ৪.৯১ লাখ টাকা)।

পিছিয়ে ইংলিশ তারকারা

ইংল্যান্ডের মধ্যে সর্বোচ্চ দর পেয়েছেন জো রুট—৩,৮০০ পাউন্ড (প্রায় ৫.৫৪ লাখ টাকা)। তবে সেটিও গিলসহ কয়েকজন ভারতীয় তারকার জার্সির চেয়ে কম। ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের জার্সি বিক্রি হয়েছে মাত্র ৩,৪০০ পাউন্ডে (প্রায় ৪.৯১ লাখ টাকা)।

এ ছাড়া মোহাম্মদ সিরাজ ও ওয়াশিংটন সুন্দরদের জার্সি যথাক্রমে ১,৬০০ পাউন্ড (প্রায় ২.৩১ লাখ টাকা) ও ১,৪০০ পাউন্ডে (প্রায় ২.০২ লাখ টাকা) বিক্রি হয়েছে।

এই নিলামের জার্সিগুলো এসেছে সেই রোমাঞ্চকর লর্ডস টেস্ট থেকে, যেখানে ভারত প্রায় অসম্ভব এক জয় ছিনিয়ে আনতে যাচ্ছিল। শেষ পর্যন্ত মোহাম্মদ সিরাজের শেষ উইকেটটি অদ্ভুতভাবে পতন হওয়ায় ২২ রানে জয় পায় ইংল্যান্ড।

ক্রিকেটপ্রেমীদের কাছে এই জার্সিগুলো শুধু স্মারক নয়—এগুলো মাঠের লড়াই, আবেগ আর ইতিহাসের সাক্ষ্য বহন করে। আর সেই ইতিহাসে এবার রেকর্ড গড়লেন শুভমান গিল, শুধু ব্যাট হাতে নয়, নিলামের তালিকাতেও।



নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স