ঢাকা | বঙ্গাব্দ

সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৫

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2025 ইং
  • শেয়ার করুনঃ
ad728
সিলেটের শাহপরান এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের নারী-শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন-পারভেজ (৩৮) তার স্ত্রী ফারজানা(২৮) ৪ দুই সন্তান মোহাম্মদ(৬) ও মারওয়ান(২) এবং আত্মীয় হেনা (২৮)।

আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শনিবার দিবাগত রাতে সিলেট থেকে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। দগ্ধদের মধ্যে পারভেজের শরীরের ১৫ শতাংশ, ফারজানার ১০ শতাংশ, মোহাম্মদের ৪ শতাংশ, মারওয়ানের ১৭ শতাংশ এবং হেনার ৭ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সাইদুল ইসলাম জানান, সিলেটের শাহপরান এলাকার একটি দোতলা বাড়িতে রান্নার সময় গ্যাস সিলিন্ডারে লিকেজ থাকায় বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের চারজন ও এক আত্মীয় দগ্ধ হন। প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্নে পাঠানো হয়।




নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স