ঢাকা | বঙ্গাব্দ

ঝিকরগাছায় বাস-পিকআপের সংঘর্ষে চালক নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2025 ইং
  • শেয়ার করুনঃ
ad728
বিশেষ প্রতিনিধি:  যশোরের বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা থানার সামনে রুহুল কুদ্দুস ৩৮ নামে এক পিকআপ ড্রাইভারের মৃত্যু হয়েছে। নিহত রুহুল কুদ্দুস ঝিকরগাছা উপজেলার আলীপুর গ্রামের মৃত নেছার আলী ছেলে। 

সোমবার ১৫ ই সেপ্টেম্বর ভোর ৫ টার সময় যশোর বেনাপোল মহাসড়কে মিনি পিক‌আপ যাহার রেজিঃ নং- যশোর-ন (১১-০৩৯৪) চালিয়ে ঝিকরগাছা থানার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শামীম এন্টার প্রাইজ নামক একটি দূরপাল্লার বাস যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব (১২-৩৬৯৩) এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময়  পিকআপের ড্রাইভার ঘটনাস্থলে নিহত হয়। এ সময় স্থানীয়রা ঝিকরগাছার ফায়ার সার্ভিসকে  খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ড্রাইভারকে গাড়ীর ভেতর থেকে উদ্ধার করেন। এবং পরবর্তীতে নাভারণ হাইওয়ে থানা পুলিশ  ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে কর্মরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে রুহুল কুদ্দুসকে মৃত ঘোষণা করেন। 
 
নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার পর পালিয়ে গেছে বাসের চালক ও সহকারী। জব্দ করা হয়েছে বাসটি। এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স