ঢাকা | বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে ২৪৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2025 ইং
  • শেয়ার করুনঃ
ad728
আগামী ২ অক্টোবর পর্দা উঠবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের। এই মেগা আসরকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। তারই অংশ হিসেবে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ম্যাচ খেলছে বাংলাদেশ নারী দল।


কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪২ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেছেন শারমিন আক্তার সুপ্তা। এ ছাড়া ৩৮ রান করেছেন সুমাইয়া আক্তার।

ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ৬ বল খেলে ১ রানের বেশি করতে পারেননি ফারজানা হক। শুরুর সেই ধাক্কা সামাল দেন অভিজ্ঞ শারমিন ও রুবাইয়া হায়দার।

দ্বিতীয় উইকেট জুটিতে শারমিন ও রুবাইয়া মিলে যোগ করেন ৯০ রান। ৫২ বলে ৩৩ রান করেন রুবাইয়া। তবে শারমিন ফিফটি তুলে নিয়েছেন। ১০১ বলে ৭১ রান করেছেন তিনি।

টপ অর্ডার ব্যাটাররা শক্ত ভিত গড়ে দিলেও সেখানে দাঁড়িয়ে ভালো ব্যাটিং করতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। পুরোপুরি ব্যর্থ ছিলেন সুবহানা মুস্তারি-স্বর্ণা আক্তাররা।

আর ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি নিগার সুলতানা জ্যোতি। ৩০ বল খেলে এক ছক্কায় ২০ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক।

তবে শেষদিকে ভালো ব্যাটিং করেছেন সুমাইয়া আক্তার ও ফাহিমা খাতুন। সুমাইয়া ৪২ বলে করেছেন ৩৮ রান। আর ফাহিমার ব্যাট থেকে এসেছে ৩৫ বলে ২৬ রান।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স