ঢাকা | বঙ্গাব্দ

আপিল বিভাগে দুই বিচারপতি নিয়োগ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 24, 2025 ইং
  • শেয়ার করুনঃ
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। ছবি : সংগৃহীত
ad728

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৪ মার্চ) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৪) এর সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়েছে।

নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৫-এর দফা (১)-এ প্রদয় ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক পদে নিয়োগদান করিয়াছেন।

এতে আরও বলা হয়, এই নিয়োগ শপথগ্রহণের তারিখ হইতে কার্যকর হইবে।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স