ঢাকা | বঙ্গাব্দ

৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2025 ইং
  • শেয়ার করুনঃ
ad728
জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতি জোরদার করেছে। ৩১ আগস্ট চূড়ান্ত ভোটাড় তালিকা প্রকাশ করবে ইসি।


এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৯ জুলাই) নির্বাচন কমিশনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন ভবনে বিকেল ৩টায় এ বৈঠকে সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

বৈঠকের শুরুতে ইসি জানায়, আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২১ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পর ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়:

  • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ
  • ভোটকেন্দ্র সংক্রান্ত বিষয়াবলি
  • রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি
  • অন্যান্য বিবিধ বিষয়

নির্বাচন কমিশনের এই বৈঠক এবং ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রমকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী প্রস্তুতির গতি আরও ত্বরান্বিত হবে বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স